অমিত শাহ এর সভায় যোগ দিতে ৬০ টি বাসে রওনা দিলেন শ‍্যামাপ্রসাদের অনুগামীরা

19th December 2020 10:30 am বাঁকুড়া
অমিত শাহ এর সভায় যোগ দিতে ৬০ টি বাসে রওনা দিলেন শ‍্যামাপ্রসাদের অনুগামীরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : ১৯ শে ডিসেম্বর ২০২০ বছরের শেষ প্রান্তে এসে এই দিনটি রাজ‍্য রাজনীতিতে হয়তো নতুন মাত্রা যোগ করতে চলেছে । আগামীবছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পট পরিবর্তন চলছে নানা জায়গায় । বাঁকুড়া র বিষ্ণুপুর পৌর এলাকা তার মধ‍্যে অন‍্যতম । আগে ই তৃণমূল ছেড়েছেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূলের সহ সভাপতি শ‍্যামাপ্রসাদ মুখার্জী । গতকাল রাতেই তিনি চলে গিয়েছেন মেদিনীপুর । আজ মেদিনীপুরে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর জনসভা । সেই জনসভা মঞ্চে তৃণমূলের হেভিওয়েট নেতারা দলবদল করতে পারেন বলে খবর । পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান এর বেশ কিছু হেভিওয়েট তৃণমূল শিবিরের নেতৃত্ব যোগ দিতে পারেন পদ্ম শিবিরে বলে জানা গেছে । বিষ্ণুপুর থেকে ৬০ টি বাসে করে প্রাক্তন মন্ত্রী শ‍্যামাপ্রসাদ মুখার্জী র অনুগামীরা র ওনা দিলেন মেদিনীপুরের উদ্দেশ‍্যে । গতকাল রাতেই দিল্লী থেকে কলকাতা এসে হাজির হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুভেন্দু অধিকারীকে ঘিরে উৎসাহ তুঙ্গে । শুভেন্দু র সাথে আর কোন কোন মুখ শিবির পরিবর্তন করেন তার দিকেই তাকিয়ে সকলে । বিষ্ণুপুর পৌরসভার ১২ জন প্রাক্তন কাউন্সিলর একযোগে দল ছেড়েছেন । শ‍্যামাপ্রসাদ বাবু আগেই সরাসরি জয় শ্রীরাম বলে বিজেপিতে যাচ্ছেন জানিয়ে দিয়েছেন । গতকাল পদত‍্যাগী প্রাক্তন কাউন্সিলর রাও জানিয়ে দেন শুভেন্দু অধিকারীর পথ ই তাদের পথ ।  





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।